গীত 39:3 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)3 আমার অন্তরে হৃদয় সন্তপ্ত হইল; ভাবিতে ভাবিতে অগ্নি জ্ব্বলিয়া উঠিল; আমি জিহ্বাতে কথা কহিলাম, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস3 আমার অন্তর আমার ভেতরে তপ্ত হয়ে উঠলো; ভাবতে ভাবতে আগুন জ্বলে উঠলো; তারপর আমি কথা বললাম, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ3 আমার হৃদয় উত্তপ্ত হয়ে উঠল। আমি যত এই বিষয় নিয়ে ভাবলাম আমার মনের আগুন ততই জ্বলে উঠল; তখন আমি জিভ দিয়ে বললাম: অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)3 তীব্র দহনে দগ্ধ হল আমার হৃদয় উদ্বেগ ও ভাবনায় জ্বলে উঠল মনের আগুন, আমি আর পারলাম না নীরব থাকতে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)3 আমার অন্তরে হৃদয় সন্তপ্ত হইল; ভাবিতে ভাবিতে অগ্নি জ্বলিয়া উঠিল; আমি জিহ্বাতে কথা কহিলাম, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল3 আমি প্রচণ্ড ক্রুদ্ধ ছিলাম। এ বিষয়ে আমি যত ভেবেছি, ততই ক্রুদ্ধ হয়েছি। তাই আমি কিছু বলি নি। অধ্যায় দেখুন |