গীত 39:13 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)13 আমা হইতে দৃষ্টি ফিরাও, যেন প্রফুল্ল হই, যাবৎ প্রয়াণ না করি, ও আর না থাকি। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 আমার উপর থেকে তোমার কড়া দৃষ্টি ফিরিয়ে নাও, যেন প্রফুল্ল হই, যাবৎ আমার মৃত্যু না হয় ও আর না থাকি। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 আমার জীবন শেষ হওয়ার আগে আমার উপর থেকে তোমার ক্রোধের দৃষ্টি সরাও, যেন আমি আবার জীবন উপভোগ করতে পারি।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 আমার উপর থেকে সরিয়ে নাও তোমার ক্রুদ্ধ দৃষ্টি, যেন চিরবিদায়ের আগে, পাই আমি একটু আনন্দের আস্বাদ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 আমা হইতে দৃষ্টি ফিরাও, যেন প্রফুল্ল হই, যাবৎ প্রয়াণ না করি, ও আর না থাকি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 মৃত্যুর পূর্বে, আমার চলে যাওয়ার আগে, আমাকে একা থাকতে দিন, আমাকে সুখী হতে দিন। অধ্যায় দেখুন |