গীত 39:10 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)10 আমা হইতে তোমার আঘাত অন্তর কর, তোমার হস্তের প্রহারে আমি ক্ষীণ হইলাম। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস10 আমা থেকে তোমার আঘাত দূর কর, তোমার হাতের প্রহারে আমি ক্ষীণ হলাম। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ10 আমার প্রতি তোমার আঘাত ক্ষান্ত করো; তোমার হাতের আঘাতে আমি জর্জরিত। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)10 আর আঘাত করো না আমায় জর্জরিত আমি তোমার প্রহারে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)10 আমা হইতে তোমার আঘাত অন্তর কর, তোমার হস্তের প্রহারে আমি ক্ষীণ হইলাম। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল10 কিন্তু হে ঈশ্বর, আমাকে আর শাস্তি দেবেন না। আপনি যদি না থামেন আপনার হাতে আমি শেষ হয়ে যাবো! অধ্যায় দেখুন |