গীত 38:19 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)19 কিন্তু আমার শত্রুগণ সতেজ ও বলবান, অনেকেই অকারণে আমাকে ঘৃণা করে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস19 কিন্তু আমার দুশমনেরা সতেজ ও বলবান, অনেকেই অকারণে আমাকে ঘৃণা করে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ19 অনেকে অকারণে আমার শত্রু হয়েছে, অসংখ্য লোক অকারণে আমাকে ঘৃণা করে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)19 যারা অকারণে আমাকে বিদ্বেষ করে মহাশক্তিমান তারা, যারা আমাকে ঘৃণা করে অন্যায়ভাবে, সংখ্যায় তারা অগণিত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)19 কিন্তু আমার শত্রুগণ সতেজ ও বলবান, অনেকেই অকারণে আমাকে ঘৃণা করে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল19 আমার শত্রুরা স্বাস্থ্যবান ও বলবান। ওরা অনেক অনেক মিথ্যা কথা বলেছে। অধ্যায় দেখুন |