গীত 38:16 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)16 কেননা আমি কহিলাম, পাছে উহারা আমার বিষয়ে আনন্দ করে, আমার চরণ টলিলেই আমার বিপক্ষে দর্প করে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস16 কেননা আমি বললাম, পাছে ওরা আমার বিষয়ে আনন্দ করে, আমার চরণ টললেই আমার বিপক্ষে অহংকার করে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ16 আমি প্রার্থনা করি, “আমার শত্রুরা যেন আমার পতনে আমাকে নিয়ে উল্লাস না করে বা আনন্দ না করে।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)16 এই শুধু বিনতি আমার: আমার পদস্খলনে যারা করে আস্ফালন উল্লাস করতে দিও না তাদের আমার দুঃখে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)16 কেননা আমি কহিলাম, পাছে উহারা আমার বিষয়ে আনন্দ করে, আমার চরণ টলিলেই আমার বিপক্ষে দর্প করে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল16 আমি যদি কিছু বলি, তবে আমার শত্রুরা আমায় নিয়ে মজা করবে। আমাকে অসুস্থ দেখলে তারা ভাববে কোন অন্যায় কাজের জন্য আমার শাস্তি হয়েছে। অধ্যায় দেখুন |