গীত 37:8 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)8 ক্রোধ হইতে নিবৃত্ত হও, কোপ ত্যাগ কর, রুষ্ট হইও না, হইলে কেবল দুষ্কার্য করিবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস8 ক্রোধ থেকে নিবৃত্ত হও, ক্রোধ ত্যাগ কর, রুষ্ট হয়ো না, হলে কেবল দুষ্কার্য করবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ8 রাগ থেকে দূরে থাকো আর ক্রোধ থেকে মুখ ফেরাও; বিচলিত হোয়ো না, তা কেবল মন্দের দিকে নিয়ে যায়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)8 ক্রোধ থেকে নিবৃত্ত হও, রোষ কর পরিহার, হয়ো না বিচলিত, অন্যথায়, পরিণামে শুধু ঘটবে বিপর্যয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)8 ক্রোধ হইতে নিবৃত্ত হও, কোপ ত্যাগ কর, রুষ্ট হইও না, হইলে কেবল দুষ্কার্য্য করিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল8 ক্রুদ্ধ হয়ো না! রাগে আত্মহারা হয়ে যেও না! এতখানি হতাশ হয়ে যেও না, যাতে তোমারও খারাপ কাজ করতে ইচ্ছা হয়। অধ্যায় দেখুন |