গীত 37:31 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)31 তাহার ঈশ্বরের ব্যবস্থা তাহার অন্তরে আছে; তাহার পাদবিক্ষেপ টলিবে না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস31 তার আল্লাহ্র শরীয়ত তার দিলে আছে; তার পদবিক্ষেপ টলবে না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ31 তাদের ঈশ্বরের বিধান তাদের অন্তরে আছে; আর তাদের পা পিছলায় না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)31 ঈশ্বরের বিধান রয়েছে তার অন্তরে, তার হবে না পদস্খলন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)31 তাহার ঈশ্বরের ব্যবস্থা তাহার অন্তরে আছে; তাহার পাদবিক্ষেপ টলিবে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল31 তার মনের মধ্যে সর্বদাই প্রভুর শিক্ষামালা থাকে। তাই সে সৎ পথে বাঁচা থেকে বিরত হবে না। অধ্যায় দেখুন |