গীত 37:25 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)25 আমি যুবক ছিলাম, এখন বৃদ্ধ হইয়াছি, কিন্তু ধার্মিককে পরিত্যক্ত দেখি নাই, তাহার বংশকে খাদ্য ভিক্ষা করিতে দেখি নাই। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস25 আমি যুবক ছিলাম, এখন বৃদ্ধ হয়েছি, কিন্তু ধার্মিককে পরিত্যক্ত হতে দেখি নি, তার বংশকে খাদ্য ভিক্ষা করতে দেখি নি। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ25 আমি তরুণ ছিলাম এবং এখন প্রবীণ হয়েছি, কিন্তু আমি দেখিনি যে ধার্মিকদের পরিত্যাগ করা হয়েছে অথবা তাদের ছেলেমেয়েরা ভিক্ষা করছে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)25 আমি তরুণ ছিলাম, এখন হয়েছি প্রবীণ, কিন্তু ঈশ্বর পরিত্যাগ করেছেন তাঁর ভক্তকে এমন কখনও দেখিনি, তার বংশধরদের দেখিনি কোনদিন অন্নভিক্ষা করতে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)25 আমি যুবক ছিলাম, এখন বৃদ্ধ হইয়াছি, কিন্তু ধার্ম্মিককে পরিত্যক্ত দেখি নাই, তাহার বংশকে খাদ্য ভিক্ষা করিতে দেখি নাই। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল25 একসময় আমি তরুণ ছিলাম, এখন আমি বৃদ্ধ হয়েছি। আমি কখনও ঈশ্বরকে ভালো লোকেদের পরিত্যাগ করতে দেখি নি। ভালো লোকেদের সন্তানদের আমি কখনও খাবার ভিক্ষা করতে দেখি নি। অধ্যায় দেখুন |