গীত 36:8 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)8 তাহারা তোমার গৃহের পুষ্টিকর দ্রব্যে পরিতৃপ্ত হয়, তুমি তাহাদিগকে তোমার আনন্দ নদীর জল পান করাইয়া থাক। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস8 তারা তোমার বাড়ির পুষ্টিকর দ্রব্যে পরিতৃপ্ত হয়, তুমি তাদের তোমার আনন্দ নদীর পানি পান করিয়ে থাক। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ8 তোমার গৃহের প্রাচুর্যে তারা পরিতৃপ্ত হয়, তোমার আনন্দ-নদীর জল তুমি তাদের পান করিয়ে থাকো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)8 তোমারই দেওয়া অফুরন্ত খাদ্যসম্ভারে তারা হয় পরিতৃপ্ত, তোমার অনুগ্রহের আনন্দধারায় নিবারিত হয় তাদের তৃষ্ণা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)8 তাহারা তোমার গৃহের পুষ্টিকর দ্রব্যে পরিতৃপ্ত হয়, তুমি তাহাদিগকে তোমার আনন্দ নদীর জল পান করাইয়া থাক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল8 হে প্রভু, আপনার মন্দিরের ভাল জিনিস থেকে তারা নতুন শক্তি পায়। আপনার আনন্দ—নদী থেকে আপনি ওদের জল পান করতে দেন। অধ্যায় দেখুন |