গীত 35:24 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)24 সদাপ্রভু, আমার ঈশ্বর, তোমার ধর্মশীলতা অনুসারে আমার বিচার কর, উহারা আমার উপরে আনন্দ না করুক। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস24 হে মাবুদ, আমার আল্লাহ্, তোমার ধর্মশীলতা অনুসারে আমার বিচার কর, ওরা আমার উপরে আনন্দ না করুক। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ24 তোমার ধার্মিকতায় আমাকে নির্দোষ ঘোষণা করো, হে সদাপ্রভু, আমার ঈশ্বর; আমাকে নিয়ে তাদের উল্লাস করতে দিয়ো না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)24 হে প্রভু আমার, ন্যায়বান তুমি, আমার বিচার কর, উল্লাস করতে দিও না আমার শত্রুদের। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)24 সদাপ্রভু, আমার ঈশ্বর, তোমার ধর্ম্মশীলতা অনুসারে আমার বিচার কর, উহারা আমার উপরে আনন্দ না করুক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল24 প্রভু, আমার ঈশ্বর, আপনার নিরপেক্ষতা দিয়ে আমার বিচার করুন। ঐ লোকগুলোকে আমার প্রতি বিদ্রূপ করতে দেবেন না। অধ্যায় দেখুন |