গীত 35:21 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)21 তাহারা আমার বিরুদ্ধে মুখ ব্যাদান করিত; বলিত, ‘অহো! অহো! আমাদের চক্ষু দেখিয়াছে।’ অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস21 তারা আমার বিরুদ্ধে মুখ ভেঙ্গাতো; বলতো, ”অহো! অহো! আমাদের চোখ দেখেছে।” অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ21 তারা আমার প্রতি অবজ্ঞা করে আর বলে, “হা! হা! আমরা নিজেদের চোখে এসব দেখেছি।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)21 ওরা আমার বিরুদ্ধে অভিযােগ করে, উচ্চস্বরে বিদ্রূপ করে বলে আমায়,‘তোমার সব কীর্তিই দেখেছি আমরা!’ অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)21 তাহারা আমার বিরুদ্ধে মুখ ব্যাদান করিত; বলিত, ‘অহো! অহো! আমাদের চক্ষু দেখিয়াছে।’ অধ্যায় দেখুনপবিত্র বাইবেল21 শত্রুরা আমার সম্পর্কে বাজে কথা বলে চলেছে। ওরা মিথ্যা কথা বলে, ওরা বলে “হ্যাঁ হ্যাঁ জানি, তুমি কি করছো।” অধ্যায় দেখুন |