গীত 35:14 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)14 আমি তাহাদিগকে নিজ বন্ধু বা নিজ ভ্রাতা বলিয়া মনে করিতাম, আমি মাতৃশোকাতুরের ন্যায় শোকার্ত হইয়া অধোমুখে থাকিতাম। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 আমি তাদেরকে নিজের বন্ধু বা নিজের ভাই বলে মনে করতাম, আমি মাতৃশোকাতুরের মত শোকার্ত হয়ে অধোমুখে থাকতাম। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ14 আমি শোকার্ত হয়ে রইলাম, যেন তারা আমার বন্ধু বা পরিবার ছিল, বিষাদে আমি মাথা নত করেছিলাম যেন আমি নিজের মায়ের শোকে বিলাপ করছিলাম। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 ভাই বা বন্ধুর দুঃখে অস্থির ব্যক্তির মত, মাতৃশোকে কাতর মানুষের মত, গভীর শোকে হয়েছি মুহ্যমান। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 আমি তাহাদিগকে নিজ বন্ধু বা নিজ ভ্রাতা বলিয়া মনে করিতাম, আমি মাতৃশোকাতুরের ন্যায় শোকার্ত্ত হইয়া অধোমুখে থাকিতাম। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 ঐসব লোকদের জন্য আমি দুঃখের পোশাক পরেছিলাম এবং ওদের আমি আমার বন্ধুর মত, এমন কি ভাইয়ের মত দেখেছিলাম। মায়ের মৃত্যুর পর যে লোকটা কাঁদে আমি তার মতই দুঃখিত ছিলাম। ওদের দুঃখের কারণে আমি কালো কাপড় পরেছিলাম এবং দুঃখে মাথা নত করে আমি হাঁটাচলা করতাম। অধ্যায় দেখুন |