গীত 34:17 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)17 [ধার্মিকেরা] ক্রন্দন করিল, সদাপ্রভু শুনিলেন, তাহাদের সকল সঙ্কট হইতে তাহাদিগকে উদ্ধার করিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস17 ধার্মিকেরা কান্নাকাটি করলো, মাবুদ শুনলেন, তাদের সকল সঙ্কট থেকে তাদেরকে উদ্ধার করলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ17 ধার্মিকরা কেঁদে ওঠে, আর সদাপ্রভু শোনেন; তিনি তাদের সব সংকট থেকে মুক্ত করেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 প্রভু শোনেন ধর্মনিষ্ঠের কাতর ক্রন্দন, সকল সঙ্কট থেকে তাদের করেন উদ্ধার। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)17 [ধার্ম্মিকেরা] ক্রন্দন করিল, সদাপ্রভু শুনিলেন, তাহাদের সকল সঙ্কট হইতে তাহাদিগকে উদ্ধার করিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল17 প্রভুর কাছে প্রার্থনা কর এবং তিনি তোমার কথা শুনবেন এবং সব সংকট থেকে তিনি তোমায় উদ্ধার করবেন। অধ্যায় দেখুন |