Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 33:22 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

22 সদাপ্রভু, তোমার দয়া আমাদের উপরে বর্তুক, কেননা আমরা তোমার অপেক্ষা করিয়াছি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

22 হে মাবুদ, তোমার অটল মহব্বত আমাদের উপরে বর্ষিত হোক, কেননা আমরা তোমার অপেক্ষা করেছি।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

22 হে সদাপ্রভু, তোমার অবিচল প্রেম আমাদের উপর বিরাজ করুক, কারণ তোমার উপরেই আমরা আশা করি।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

22 হে প্রভু পরমেশ্বর, বিরাজ করুক তোমার অবিচল প্রেম আমাদের ঘিরে, তুমিই আমাদের সকল আশা ও ভরসা

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

22 সদাপ্রভু, তোমার দয়া আমাদের উপরে বর্ত্তুক, কেননা আমরা তোমার অপেক্ষা করিয়াছি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

22 প্রভু, প্রকৃতই আমরা আপনার উপাসনা করি! তাই আমাদের প্রতি আপনার মহান ভালোবাসা দেখান।

অধ্যায় দেখুন কপি




গীত 33:22
7 ক্রস রেফারেন্স  

কিন্তু আমি তোমার দয়াতে বিশ্বাস করিয়াছি; আমার চিত্ত তোমার পরিত্রাণে উল্লসিত হইবে।


আহা! তোমার দয়া আমার সান্ত্বনাজনক হউক, তোমার দাসের প্রতি তোমার বচনানুসারে হউক।


তখন তিনি তাহাদের চক্ষু স্পর্শ করিলেন, আর কহিলেন, তোমাদের বিশ্বাস অনুসারে তোমাদের প্রতি হউক।


তোমার দাসের পক্ষে সেই বাক্য স্মরণ কর, যদ্দ্বারা তুমি আমাকে প্রত্যাশাযুক্ত করিয়াছ।


দুষ্টের অনেক যাতনা হয়; কিন্তু যে ব্যক্তি সদাপ্রভুতে নির্ভর করে, সে দয়াতে বেষ্টিত হইবে।


হে সদাপ্রভু, আমাদের প্রতি কৃপা কর, আমরা তোমার অপেক্ষায় রহিয়াছি; তুমি প্রতি প্রভাতে আপন অপেক্ষাকারীদের বাহুস্বরূপ হও, ও সঙ্কটকালে আমাদের ত্রাণস্বরূপ হও।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন