গীত 33:17 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)17 ত্রাণের জন্য অশ্ব মিথ্যা, সে আপন মহাশক্তিতে রক্ষা করিতে পারে না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস17 ত্রাণের জন্য ঘোড়া মিথ্যা, সে তার মহাশক্তিতে রক্ষা করতে পারে না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ17 জয়লাভের জন্য নিজের ঘোড়ার উপর নির্ভর কোরো না, বিপুল সামর্থ্য থাকা সত্ত্বেও তা তোমাকে রক্ষা করতে পারে না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 যুদ্ধ অশ্বে নির্ভর করে বৃথা বিজয়ের আশা, মহাতেজীয়ান হলেও সে অশ্ব রক্ষার অক্ষম। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)17 ত্রাণের জন্য অশ্ব মিথ্যা, সে আপন মহাশক্তিতে রক্ষা করিতে পারে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল17 ঘোড়াগুলো যুদ্ধের বিজয় এনে দেয় না। এমনকি তাদের শক্তিও সৈন্যদের পালাতে সাহায্য করতে পারে না। অধ্যায় দেখুন |