গীত 32:6 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)6 এই জন্য যখন তোমাকে পাওয়া যায়, প্রত্যেক সাধু তোমার কাছে প্রার্থনা করুক, অবশ্য জলরাশির প্লাবন হইলে তাহা তাহার নিকটে আসিবে না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস6 সুতরাং যখন তোমাকে পাওয়া যায়, সমস্ত বিশ্বস্ত লোক তোমার কাছে মুনাজাত করুক, অবশ্য বিপদের সময়ে, জলরাশির প্লাবন তাদের কাছে আসবে না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ6 তাই সময় থাকতে সব বিশ্বস্ত লোক তোমার কাছে প্রার্থনা করুক; তারা যেন বিচারের বন্যার জলে ডুবে না যায়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)6 তাই ঘোর দুর্দিনে ভক্ত তোমার বিনতি জানাবে তোমার কাছে, সঙ্কটের মহাপ্লাবন কখনও স্পর্শ করবে না তাকে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)6 এজন্য যখন তোমাকে পাওয়া যায়, প্রত্যেক সাধু তোমার কাছে প্রার্থনা করুক, অবশ্য জলরাশির প্লাবন হইলে তাহা তাহার নিকটে আসিবে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল6 এই কারণে, হে ঈশ্বর, সব অনুগামীদের আপনার প্রতি প্রার্থনা করা উচিৎ। এমনকি, যখন প্লাবনের মত বিপর্যয়গুলি অন্যদের ওপর আসে, তখনও তারা আপনার অনুগামীদের কাছে আসবে না। অধ্যায় দেখুন |