গীত 31:10 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)10 কারণ শ্রান্তিতে আমার জীবন ও দীর্ঘ নিশ্বাসে আমার বয়স গেল, আমার অপরাধ প্রযুক্ত আমার শক্তি লোপ পাইতেছে, আর আমার অস্থি শীর্ণ হইল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস10 কারণ শ্রান্তিতে আমার জীবন ও দীর্ঘ নিশ্বাসে আমার বয়স অতিবাহিত হল, আমার অপরাধের দরুন আমার শক্তি লোপ পাচ্ছে, আর আমার অস্থি শীর্ণ হল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ10 আমার জীবন যন্ত্রণায় পূর্ণ হয়েছে আর দীর্ঘশ্বাসে আমার দিন কাটছে, পাপ আমার শক্তি নিঃশেষ করেছে, আর আমার হাড়গোড় সব দুর্বল হয়েছে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)10 দুঃখেই গেল সারাটি জীবন আমার, দীর্ঘশ্বাসে ফুরাল আমার আয়ু। দুর্দশায় শক্তি হয়েছে নিঃশেষিত অস্থি হয়েছে ক্ষীণ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)10 কারণ শ্রান্তিতে আমার জীবন ও দীর্ঘনিঃশ্বাসে আমার বয়স গেল, আমার অপরাধ প্রযুক্ত আমার শক্তি লোপ পাইতেছে, আর আমার অস্থি শীর্ণ হইল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল10 আমার জীবন দুঃখে শেষ হতে চলেছে। দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে আমার বছরগুলি কাটছে। আমার সংকটগুলি আমার সব শক্তিকে কেড়ে নিচ্ছে। আমার সব শক্তি, আমায় ত্যাগ করছে। অধ্যায় দেখুন |