গীত 30:7 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)7 সদাপ্রভু, তুমি আপন অনুগ্রহেই আমার পর্বত দৃঢ়রূপে স্থাপন করিয়াছিলে; তুমি মুখ লুকাইলে, আমি বিহ্বল হইয়া পড়িলাম। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 হে মাবুদ, তুমি তোমার অনুগ্রহেই আমার পর্বত দৃঢ়ভাবে স্থাপন করেছিলে; যখন তুমি মুখ লুকালে, আমি ভীষণ ভয় পেলাম। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 তোমার করুণা, হে সদাপ্রভু, আমাকে পর্বতের মতো সুরক্ষিত করেছিল; কিন্তু যখন তুমি তোমার মুখ লুকালে, তখন আমি বিহ্বল হলাম। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 হে প্রভু পরমেশ্বর, তুমি আপন অনুগ্রহে সুদৃঢ়ভাবে আমাকে করেছিলে সংস্থাপন, কিন্তু তুমি যখন আড়াল করলে শ্রীমুখ তোমার তখনই আমি হলাম আতঙ্কে বিহ্বল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 সদাপ্রভু, তুমি আপন অনুগ্রহেই আমার পর্ব্বত দৃঢ়রূপে স্থাপন করিয়াছিলে; তুমি মুখ লুকাইলে; আমি বিহ্বল হইয়া পড়িলাম। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 হ্যাঁ, প্রভু যখন আপনি আমার প্রতি সদয় ছিলেন আমি অনুভব করেছিলাম কোন কিছুই আমাকে হারাতে পারবে না! কিন্তু যখন আপনি মুখ ঘুরিয়ে নিলেন আমি ভয়ে কাঁপতে লাগলাম। অধ্যায় দেখুন |
সেই সময়ে তাহাদের বিরুদ্ধে আমার ক্রোধ প্রজ্বলিত হইবে, আমি তাহাদিগকে ত্যাগ করিব ও তাহাদের হইতে আপন মুখ আচ্ছাদন করিব; আর তাহারা কবলিত হইবে, এবং তাহাদের উপরে বহুবিধ অমঙ্গল ও সঙ্কট ঘটিবে; সেই সময়ে তাহারা বলিবে, আমাদের উপর এই সমস্ত অমঙ্গল ঘটিয়াছে, ইহার কারণ কি ইহাই নয়, যে আমাদের ঈশ্বর আমাদের মধ্যবর্তী নহেন?