Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 30:10 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

10 শুন, হে সদাপ্রভু, আমাকে কৃপা কর; সদাপ্রভু, আমার সহায় হও।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

10 শোন, হে মাবুদ, আমাকে রহম কর; মাবুদ আমার সহায় হও।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

10 হে সদাপ্রভু, শোনো, আর আমার প্রতি কৃপা করো; হে সদাপ্রভু, আমার সহায় হও।”

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

10 হে প্রভু পরমেশ্বর, দয়া কর আমায় শোন আমার কথা! তুমি হও আমার পরম সহায়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

10 শুন, হে সদাপ্রভু, আমাকে কৃপা কর; সদাপ্রভু, আমার সহায় হও।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

10 প্রভু আমার প্রার্থনা শুনুন এবং আমার প্রতি সদয় হোন! প্রভু আমায় সাহায্য করুন!”

অধ্যায় দেখুন কপি




গীত 30:10
7 ক্রস রেফারেন্স  

দেখ, ঈশ্বর আমার সাহায্যকারী; প্রভু আমার প্রাণরক্ষকদের মধ্যবর্তী।


সদাপ্রভু, আমার প্রার্থনা শুন; আমার বিনতিতে কর্ণপাত কর; তোমার বিশ্বস্ততায় ও তোমার ধর্মশীলতায় আমাকে উত্তর দেও।


সদাপ্রভু আমার বল ও আমার ঢাল; আমার অন্তঃকরণ তাঁহার উপরে নির্ভর করিয়াছে, তাই আমি সাহায্য পাইয়াছি; এই জন্য আমার অন্তঃকরণ উল্লসিত হইয়াছে, আমি নিজ গীত দ্বারা তাঁহার প্রশংসা করিব।


সদাপ্রভু, শ্রবণ কর, আমি স্বরবে আহ্বান করি; আমার প্রতি কৃপা কর, আমাকে উত্তর দেও।


আমি কোঁকাইতে কোঁকাইতে শ্রান্ত হইয়াছি; প্রতিরাত্রি আমি শয্যা ভাসাই, আমি নেত্রজলে খাট ভিজাই।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন