Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 3:7 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

7 হে সদাপ্রভু, উঠ; হে আমার ঈশ্বর, আমার পরিত্রাণ কর; কেননা তুমি আমার সমস্ত শত্রুর চোয়ালে আঘাত করিয়াছ, তুমি দুষ্টদের দন্ত সকল ভাঙ্গিয়া দিয়াছ।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

7 হে মাবুদ, উঠ; হে আমার আল্লাহ্‌ আমার উদ্ধার কর; কেননা তুমি আমার সমস্ত দুশমনের চোয়ালে আঘাত করেছ, তুমি দুষ্টদের সমস্ত দাঁত ভেঙ্গে দিয়েছ।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

7 হে সদাপ্রভু, জেগে ওঠো! আমার ঈশ্বর, আমাকে উদ্ধার করো! আমার সব শত্রুর মুখে আঘাত করো; দুষ্টদের দাঁত ভেঙে দাও।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

7 এস প্রভু পরমেশ্বর, উদ্ধার কর আমায়। দণ্ড দাও আমার শত্রুদের, কর তাদের শক্তিহীন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

7 হে সদাপ্রভু, উঠ; হে আমার ঈশ্বর, আমার পরিত্রাণ কর; কেননা তুমি আমার সমস্ত শত্রুর চোয়ালে আঘাত করিয়াছ, তুমি দুষ্টদের দন্ত সকল ভাঙ্গিয়া দিয়াছ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

7 প্রভু, উঠে দাঁড়ান। হে আমার ঈশ্বর, আপনি এসে আমায় উদ্ধার করুন! আপনি অসীম শক্তির অধিকারী! আমার শত্রুদের চোয়ালে আপনি যদি আঘাত করেন আপনি তাদের সবকটা দাঁতই ভেঙে দেবেন।

অধ্যায় দেখুন কপি




গীত 3:7
17 ক্রস রেফারেন্স  

হে ঈশ্বর, তাহাদের মুখে দন্ত ভাঙ্গিয়া দেও; সদাপ্রভু যুবসিংহদের কষের দন্ত উৎপাটন কর।


আমি অন্যায়ীর চোয়ালি ভগ্ন করিতাম, তাহার দন্ত হইতেই শিকার উদ্ধার করিতাম।


লোকে আমার বিরুদ্ধে মুখ খুলিয়া হা করে, ধিক্কারপূর্বক আমার গালে চপেটাঘাত করে, তাহারা আমার বিরুদ্ধে সমাগত হয়।


হে সদাপ্রভু, বাহিনীগণের ঈশ্বর, ইস্রায়েলের ঈশ্বর, তুমি সমস্ত জাতিকে প্রতিফল দিবার জন্য উঠ, তুমি কোন অধর্মী বিশ্বাসঘাতকের প্রতি কৃপা করিও না। [সেলা]


হে সদাপ্রভু, উঠ; হে ঈশ্বর, আপন হস্ত তোল। দুঃখীদিগকে ভুলিয়া যাইও না।


জাগ, জাগ, বল পরিধান কর, হে সদাপ্রভুর বাহু; জাগ, যেমন পূর্বকালে, সেকালের পুরুষে পুরুষে জাগিয়াছিলে, তুমিই কি রহবকে কুচি কুচি করিয়া কাট নাই, প্রকাণ্ড জলচরকে বিদ্ধ কর নাই?


হে সদাপ্রভু, ক্রোধভরে উত্থান কর, আমার বৈরীদের ক্রোধের প্রতিকূলে উঠ, আমার পক্ষে জাগ্রত হও; তুমি বিচারের আজ্ঞা দিয়াছ।


হে সদাপ্রভু, ফিরিয়া আইস, আমার প্রাণ উদ্ধার কর, তোমার দয়াগুণে আমাকে পরিত্রাণ কর।


সে আপন প্রহারকের কাছে গাল পাতিয়া দিউক অপমানে পরিপূর্ণ হউক।


যখন ঈশ্বর উঠিলেন বিচার করিবার জন্য, পৃথিবীস্থ মৃদু লোকদের পরিত্রাণ করিবার জন্য। [সেলা]


তুমি আপন হস্ত, আপন দক্ষিণ হস্ত, কেন সঙ্কুচিত করিতেছ? উহা বক্ষঃস্থল হইতে বাহির কর, শত্রু নিঃশেষ কর।


জাগ্রত হও, হে প্রভু, কেন নিদ্রা যাও? উঠ, চিরকালের নিমিত্ত ত্যাগ করিও না।


জাগিয়া উঠ, জাগ্রত হও, আমার বিচারার্থে, আমার ঈশ্বর, আমার প্রভু, আমার হেতুবাদ জন্য।


দুঃখীদের সর্বনাশ, দীনহীনের কাতরোক্তি প্রযুক্ত, আমি এক্ষণে উঠিব, ইহা সদাপ্রভু কহেন, আমি ত্রাণাকাঙ্ক্ষীর ত্রাণ করিব।


ধিক্‌ তাহাকে, যে কাষ্ঠকে বলে, তুমি জাগ, অবাক্‌ প্রস্তরকে বলে, তুমি উঠ। সে কি শিক্ষা দিবে? দেখ, সে সুবর্ণ ও রৌপ্য মণ্ডিত, তাহার অন্তরে শ্বাসবায়ুর লেশও নাই।


ফলতঃ যুদ্ধ তথাকার সমস্ত অঞ্চলে ব্যাপ্ত হইল; এবং সেই দিন খড়্‌গ যত লোককে গ্রাস করিল, অরণ্য তদপেক্ষা অধিক লোককে গ্রাস করিল।


যদ্যপি সৈন্যদল আমার বিরুদ্ধে শিবির স্থাপন করে, তথাপি আমার অন্তঃকরণ ভীত হইবে না; যদ্যপি আমার বিরুদ্ধে যুদ্ধ সংঘটিত হয়, তথাপি তখনও আমি সাহস করিব।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন