গীত 29:6 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)6 তিনি নাচাইতেছেন তাহাদিগকে গো বৎসের ন্যায়, লিবানোন ও শিরিয়োণকে গবয় শাবকের ন্যায়। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস6 তিনি গরুর বাছুরের মত তাদেরকে নাচাচ্ছেন, লেবানন ও শিবিয়োনকে বন্য ষাঁড়ের বাচ্চার মত নাচাচ্ছেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ6 তিনি লেবাননের পর্বতমালাকে বাছুরের মতো নাচিয়ে তোলেন, বন্য ষাঁড়ের মতো সিরিয়োণকে করেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)6 তাঁর মহাগর্জনে গোবৎসের মত কেঁপে ওঠে গিরি লেবানন, লাফায় শিশুবৃষের মত হার্মোন পর্বত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)6 তিনি নাচাইতেছেন তাহাদিগকে গোবৎসের ন্যায়, লিবানোন ও শিরিয়োণকে গবয় শাবকের ন্যায়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল6 প্রভু লিবানোনকে প্রকম্পিত করেছেন এবং দেখে মনে হয় যেন একটি বাচ্চা বাছুর নাচছে। শিরিয়োণ প্রকম্পিত হচ্ছে, দেখে মনে হয় যেন একটা বাচ্চা ছাগল লাফাচ্ছে। অধ্যায় দেখুন |