গীত 29:10 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)10 সদাপ্রভু জলপ্লাবনে সমাসীন ছিলেন; সদাপ্রভু চিরকাল তরে সমাসীন রাজা। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস10 মহাবন্যার উপরে মাবুদই বাদশাহ্; মাবুদ চিরকালের তরে বাদশাহ্র সিংহাসনে বসেছেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ10 সদাপ্রভু মহাপ্লাবনের উপর অধিষ্ঠিত; সদাপ্রভু চিরকালের জন্য অধিষ্ঠিত রাজা। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)10 অনন্ত জলরাশির উপরে প্রভু সমাসীম, শাশ্বত সম্রাটরূপে তাঁরই অধিষ্ঠান। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)10 সদাপ্রভু জলপ্লাবনে সমাসীন ছিলেন; সদাপ্রভু চিরকালতরে সমাসীন রাজা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল10 প্লাবনের সময় প্রভুই ছিলেন রাজা এবং চিরদিনের জন্য প্রভুই রাজা থাকবেন। অধ্যায় দেখুন |