গীত 27:7 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)7 সদাপ্রভু, শ্রবণ কর, আমি স্বরবে আহ্বান করি; আমার প্রতি কৃপা কর, আমাকে উত্তর দেও। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 হে মাবুদ, শোন, আমি স্বরবে আহ্বান করি; আমার প্রতি রহম কর, আমাকে উত্তর দাও। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 আমার কণ্ঠস্বর শ্রবণ করো, হে সদাপ্রভু, যখন আমি প্রার্থনা করি; আমার প্রতি করুণা করো ও আমায় উত্তর দাও। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 হে প্রভু, শ্রবণ কর আমার আহ্বান, কৃপা কর আমায়, সাড়া দাও আমার ডাকে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 সদাপ্রভু, শ্রবণ কর, আমি স্বরবে আহ্বান করি; আমার প্রতি কৃপা কর, আমাকে উত্তর দেও। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 প্রভু আমার কথা শুনুন। আমায় উত্তর দিন এবং আমার প্রতি সদয় হোন। অধ্যায় দেখুন |