গীত 27:13 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)13 আমি জীবিতদের দেশে সদাপ্রভুর মঙ্গলভাব দেখিব, এমন বিশ্বাস যদি না করিতাম, [তবে আমার কি হইত]? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 আমি বিশ্বাস করেছি যে, আমি জীবিতদের দেশেই মাবুদের মেহেরবানী দেখব। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 আমি এই বিষয়ে আত্মবিশ্বাসী, আমি জীবিতদের দেশে সদাপ্রভুর মঙ্গল কাজ দেখব। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 কিন্তু আমার বিশ্বাস, এই জীবন কালেই দেখে যাব আমি প্রভুর সাধিত কল্যাণ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 আমি জীবিতদের দেশে সদাপ্রভুর মঙ্গলভাব দেখিব, এমন বিশ্বাস যদি না করিতাম, [তবে আমার কি হইত]? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 আমি প্রকৃতই বিশ্বাস করি যে, আমার মৃত্যুর পূর্বে আমি প্রভুর ধার্মিকতা দেখে যাবো। অধ্যায় দেখুন |