গীত 25:5 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)5 তোমার সত্যে আমাকে চালাও, আমাকে শিক্ষা দেও, কেননা তুমিই আমার ত্রাণেশ্বর; আমি সমস্ত দিন তোমার অপেক্ষায় থাকি। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস5 তোমার সত্যে আমাকে চালাও, আমাকে শিক্ষা দাও, কেননা তুমিই আমার উদ্ধারকারী আল্লাহ্; আমি সমস্ত দিন তোমার অপেক্ষায় থাকি। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ5 তোমার সত্যের পথে আমাকে চালাও ও শিক্ষা দাও, কারণ তুমিই আমার ঈশ্বর, আমার পরিত্রাতা, এবং সারাদিন আমি তোমারই প্রত্যাশায় থাকি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)5 তোমার সত্যে আমাকে পরিচালিত কর, দীক্ষা দাও আমায় তোমারই সত্যে, কারণ তুমিই আমার ত্রাণেশ্বর আমি নিয়ত থাকি তোমারই প্রতীক্ষায়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)5 তোমার সত্যে আমাকে চালাও, আমাকে শিক্ষা দেও, কেননা তুমিই আমার ত্রাণেশ্বর; আমি সমস্ত দিন তোমার অপেক্ষায় থাকি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল5 আমায় পরিচালিত করুন এবং আপনার সত্য সম্পর্কে আমায় শিক্ষা দিন। আপনিই আমার ঈশ্বর, আমার পরিত্রাতা। প্রতিদিন আমি আপনার ওপর নির্ভর করি। অধ্যায় দেখুন |