গীত 25:10 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)10 যাহারা তাঁহার নিয়ম ও সাক্ষ্য পালন করে, তাহাদের পক্ষে সদাপ্রভুর সমস্ত পথ দয়া ও সত্য। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস10 যারা তাঁর নিয়ম ও নির্দেশ পালন করে, তাদের পক্ষে মাবুদের সমস্ত পথ অটল মহব্বত ও বিশ্বস্ততায় পূর্ণ। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ10 যারা তাঁর নিয়মের শর্তসকল পালন করে তাদের প্রতি সদাপ্রভুর সব পথ প্রেমময় ও বিশ্বস্ত। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)10 যারা রক্ষা করে তাঁর স্থাপিত সন্ধিচুক্তি, পালন করে তাঁর অনুশাসন তাদের পথ প্রভুরই অবিচল প্রেম ও সত্যের পথ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)10 যাহারা তাঁহার নিয়ম ও সাক্ষ্য পালন করে, তাহাদের পক্ষে সদাপ্রভুর সমস্ত পথ দয়া ও সত্য। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল10 প্রভুই রাজা, যারা তাঁর চুক্তি এবং প্রতিশ্রুতি অনুসরণ করে তিনি তাদের প্রতি সত্যনিষ্ঠ হন। অধ্যায় দেখুন |