গীত 24:4 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)4 যাহার অঞ্জলি নির্দোষ ও অন্তঃকরণ বিমল, যে অলীকতার দিকে প্রাণ উত্তোলন করে নাই, ছলভাবে শপথ করে নাই। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 যার হাত নির্দোষ ও অন্তঃকরণ বিমল, যে মিথ্যার দিকে প্রাণ উত্তোলন করে নি, ছলনার সঙ্গে শপথ করে নি। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 সে, যার হাত পরিষ্কার ও হৃদয় নির্মল, যে প্রতিমায় আস্থা রাখে না অথবা মিথ্যা দেবতার নামে শপথ করে না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 নিষ্কলুষ যার হাত, হৃদয় নির্মল অলীক বস্তুর প্রতি নেই যার মোহ, করে না যে মিথ্যা শপথ, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 যাহার অঞ্জলি নির্দ্দোষ ও অন্তঃকরণ বিমল, যে অলীকতার দিকে প্রাণ উত্তোলন করে নাই, ছলভাবে শপথ করে নাই। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 সেই সব লোক যারা মন্দ কাজ করে নি, সেই সব লোক যাদের অন্তঃকরণ শুচি, সেই সব লোকরা যারা মিথ্যেকে সত্যের মত করে বলবার সময় আমার নাম নেয় নি, যারা মিথ্যা কথা বলে নি এবং মিথ্যা প্রতিশ্রুতি দেয় নি একমাত্র সেই সব লোকই এখানে উপাসনা করতে পারে। অধ্যায় দেখুন |