গীত 22:4 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)4 আমাদের পিতৃপুরুষেরা তোমাতেই বিশ্বাস করিতেন; তাঁহারা বিশ্বাস করিতেন, আর তুমি তাঁহাদিগকে উদ্ধার করিতে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 আমাদের পূর্বপুরুষেরা তোমাতেই বিশ্বাস করতেন; তাঁরা বিশ্বাস করতেন, আর তুমি তাঁদেরকে উদ্ধার করতে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 আমাদের পূর্বপুরুষেরা তোমাতে আস্থা রেখেছিলেন; তাঁরা আস্থা রেখেছিলেন, আর তুমি তাঁদের উদ্ধার করেছিলে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 আমাদের পিতৃপুরুষেরা তোমাতেই ছিলেন আস্থাবান। নির্ভর করতেন তোমারই উপরে, তুমি তাঁদের করতে উদ্ধার। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 আমাদের পিতৃপুরুষেরা তোমাতেই বিশ্বাস করিতেন; তাঁহারা বিশ্বাস করিতেন, আর তুমি তাঁহাদিগকে উদ্ধার করিতে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 আমাদের পূর্বপুরুষরা আপনার ওপর বিশ্বাস করেছিলেন। হ্যাঁ, হে ঈশ্বর তাঁরা আপনার ওপর বিশ্বাস করেছিলেন এবং আপনি তাঁদের রক্ষা করেছেন। অধ্যায় দেখুন |