গীত 2:7 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)7 আমি সেই বিধির বৃত্তান্ত প্রচার করিব; সদাপ্রভু আমাকে কহিলেন, তুমি আমার পুত্র, অদ্য আমি তোমাকে জন্ম দিয়াছি। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 আমি মাবুদের নির্দেশের কথা বলবো; তিনি আমাকে বললেন, তুমি আমার পুত্র, আজ আমি তোমাকে জন্ম দিয়েছি। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 আমি সদাপ্রভুর আদেশ ঘোষণা করব: তিনি আমায় বললেন, “তুমি আমার পুত্র; আজ আমি তোমার পিতা হয়েছি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 রাজা বলেনঃ আমি প্রচার করব প্রভুর এই ঘোষণা, তিনি বলেছেন আমায়: তুমিই আমার পুত্র, আজ থেকে তোমার পিতা হলাম আমি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 আমি সেই বিধির বৃত্তান্ত প্রচার করিব; সদাপ্রভু আমাকে কহিলেন, তুমি আমার পুত্র, অদ্য আমি তোমাকে জন্ম দিয়াছি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 এখন আমি তোমাকে প্রভুর চুক্তির কথা বলবো। প্রভু আমায় বললেন, “আজ আমি তোমার পিতা হলাম! এবং তুমি আমার পুত্র। অধ্যায় দেখুন |