গীত 19:4 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)4 তাহাদের মানরজ্জু সমস্ত পৃথিবীতে ব্যাপ্ত, তাহাদের বাক্য জগতের সীমা পর্যন্ত ব্যাপ্ত; তাহাদের মধ্যে তিনি সূর্যের নিমিত্ত এক তাম্বু স্থাপন করিয়াছেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 তাদের স্বর সারা দুনিয়াতে ব্যাপ্ত, তাদের কালাম দুনিয়ার সীমা পর্যন্ত ব্যাপ্ত; তাদের মধ্যে তিনি সূর্যের জন্য একটি তাঁবু স্থাপন করেছেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 অথচ তাদের কণ্ঠস্বর সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে, তাদের বাক্য পৃথিবীর প্রান্তসীমায় পৌঁছায়। ঈশ্বর আকাশমণ্ডলে সূর্যের জন্য এক তাঁবু খাটিয়েছেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 তবুও সারা জগতে ব্যাপ্ত তাদের সুর ও ছন্দ, ছড়িয়ে পড়ে তাদের বাণী পৃথিবীর সকল প্রান্তে। সেই অন্তরীক্ষে স্থাপন করেছেন তিনি দিবাকরের আবাস। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 তাহাদের মানরজ্জু সমস্ত পৃথিবীতে ব্যাপ্ত, তাহাদের বাক্য জগতের সীমা পর্য্যন্ত ব্যাপ্ত; তাহাদের মধ্যে তিনি সূর্য্যের নিমিত্ত এক তাম্বু স্থাপন করিয়াছেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 কিন্তু তাদের রব সারা পৃথিবী পরিব্যপ্ত করে রাখে। তাদের শব্দসকল পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছায়। সূর্যের কাছে আকাশ একটি বাড়ির মত। অধ্যায় দেখুন |