গীত 19:11 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)11 তোমার দাসও তদ্দ্বারা সুশিক্ষা পায়; তাহা পালন করিলে মহা ফল হয়। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস11 তোমার গোলামও তা দ্বারা সুশিক্ষা পায়; তা পালন করলে মহা ফল হয়। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ11 সেগুলি তোমার দাসের প্রতি সতর্কবাণী; যারা মান্য করে, তারা মহা পুরস্কার পায়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)11 তোমার অনুশাসন সচেতন করে দেয় তোমার দাসকে তোমার নির্দেশ যে করে পালন সে লাভ করে অমূল্য পুরস্কার। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)11 তোমার দাসও তদ্দ্বারা সুশিক্ষা পায়; তাহা পালন করিলে মহাফল হয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল11 প্রভুর শিক্ষামালা তাঁর দাসকে সতর্ক করে। সেগুলি পালন করলে মহাফল হয়। অধ্যায় দেখুন |
রক্তপাতের বিষয়ে, ব্যবস্থা ও আজ্ঞার এবং বিধি ও শাসনের বিষয়ে যে কোন বিচার আপন আপন নগরে বাসকারী তোমাদের ভ্রাতাদের দ্বারা তোমাদের নিকটে উপস্থিত হয়, তদ্বিষয়ে তাহাদিগকে উপদেশ দিবে, পাছে তাহারা সদাপ্রভুর বিরুদ্ধে দোষী হয়, আর তোমাদের উপরে ও তোমাদের ভ্রাতাদের উপরে ক্রোধ বর্তে; ইহা করিও, তাহা হইলে তোমরা দোষী হইবে না।