গীত 18:6 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)6 সঙ্কটে আমি সদাপ্রভুকে ডাকিলাম, আমার ঈশ্বরের উদ্দেশে আর্তনাদ করিলাম; তিনি নিজ মন্দির হইতে আমার রব শুনিলেন, তাঁহার সম্মুখে আমার আর্তনাদ তাঁহার কর্ণে প্রবেশ করিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস6 সঙ্কটে আমি মাবুদকে ডাকলাম, আমার আল্লাহ্র উদ্দেশে আর্তনাদ করলাম; তাঁর গৃহ থেকে তিনি আমার মিনতি শুনলেন, তাঁর সম্মুখে আমার আর্তনাদ তাঁর কর্ণে প্রবেশ করলো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ6 আমার সংকটে আমি সদাপ্রভুকে ডাকলাম; আমার ঈশ্বরের কাছে সাহায্যের জন্য কেঁদে উঠলাম। তাঁর মন্দির থেকে তিনি আমার গলার স্বর শুনলেন, আমার আর্তনাদ তাঁর সামনে এল, তাঁর কানে পৌঁছাল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)6 সেই সঙ্কটে আমি ডাকলাম প্রভু পরমেশ্বরকে, আমার ঈশ্বরের কাছে জানালাম আর্তনিবেদন। তাঁর মন্দির থেকে তিনি শুনলেন আমার রব, আমার আর্তনাদ পৌঁছাল তাঁর শ্রবণে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)6 সঙ্গটে আমি সদাপ্রভুকে ডাকিলাম, আমার ঈশ্বরের উদ্দেশে আর্ত্তনাদ করিলাম; তিনি নিজ মন্দির হইতে আমার রব শুনিলেন, তাঁহার সম্মুখে আমার আর্ত্তনাদ তাঁহার কর্ণে প্রবেশ করিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল6 ফাঁদে বদ্ধ হয়ে, আমি প্রভুর কাছে সাহায্য চাইলাম। হ্যাঁ, আমি আমার ঈশ্বরকে ডাকলাম। ঈশ্বর তাঁর মন্দিরে ছিলেন। তিনি আমার কন্ঠস্বর শুনতে পেলেন। তিনি আমার সাহায্যের জন্য কান্না শুনতে পেলেন। অধ্যায় দেখুন |