গীত 18:39 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)39 কারণ তুমি যুদ্ধার্থে বল দিয়া আমার কটি বন্ধন করিয়াছ; যাহারা আমার বিরুদ্ধে উঠিয়াছিল, তাহাদিগকে তুমি আমার অধীনে নত করিয়াছ। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস39 কারণ তুমি যুদ্ধার্থে বল দিয়ে আমার কোমর বেঁধেছ; যারা আমার বিরুদ্ধে উঠেছিল, তাদেরকে তুমি আমার অধীনে নত করেছ। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ39 যুদ্ধের জন্য তুমি আমাকে শক্তি দিয়েছ; আমার সামনে আমার বিপক্ষদের তুমি নত করেছ। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)39 কারণ তুমিই বাহুবল দিয়েছ আমায়, দিয়েছ রণশক্তি, আমার বিরোধীদের তুমি করেছ আমার অধীন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)39 কারণ তুমি যুদ্ধার্থে বল দিয়া আমার কটিবন্ধন করিয়াছ; যাহারা আমার বিরুদ্ধে উঠিয়াছিল, তাহাদিগকে তুমি আমার অধীনে নত করিয়াছ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল39 ঈশ্বর, যুদ্ধে আপনিই আমাকে শক্তিশালী করেছেন। আপনিই আমার শত্রুকে আমার সামনে ভূপতিত করেছেন। অধ্যায় দেখুন |