গীত 17:1 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)1 হে সদাপ্রভু, ধর্মবাদ শুন, আমার কাকূক্তিতে অবধান কর, আমার প্রার্থনায় কর্ণপাত কর; তাহা ছলনার ওষ্ঠাধর হইতে নির্গত নয়। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস1 হে মাবুদ, ন্যায় আবেদন শোন, আমার কাতরোক্তিতে মনোযোগ দাও, আমার মুনাজাতে কান দাও; তা ছলনার ওষ্ঠাধর থেকে বের হয়। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ1 হে সদাপ্রভু, আমার প্রার্থনা শোনো, আমার আবেদন ন্যায্য; আমার আর্তনাদ শোনো। আমার প্রার্থনা শোনো, যা ছলনায় মুখ থেকে নির্গত হয় না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)1 হে প্রভু পরমেশ্বর, শোন আমার কাতর আবেদন, সুবিচার কর তুমি। এ নয় ছলনাময় কপট বিনতি, নিবেদন শোন আমার। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)1 হে সদাপ্রভু, ধর্ম্মবাদ শুন, আমার কাকূক্তিতে অবধান কর, আমার প্রার্থনায় কর্ণপাত কর; তাহা ছলনার ওষ্ঠাধর হইতে নির্গত নয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল1 হে প্রভু, ন্যায্য বিচারের জন্য আমার প্রার্থনা শুনুন। আমি উচ্চস্বরে আপনাকে ডাকছি এবং আমি যা বলছি, সৎভাবে বলছি। অতএব, আমার প্রার্থনা শুনুন। অধ্যায় দেখুন |