গীত 16:3 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)3 পৃথিবীতে যে পবিত্র ব্যক্তিগণ থাকেন, তাঁহারা আদরণীয়, আমার সমস্ত প্রীতির পাত্র। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস3 দুনিয়াতে যে পবিত্র ব্যক্তিরা থাকেন, তাঁরা আদরণীয়, আমার সমস্ত প্রীতির পাত্র। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ3 জগতে যত পবিত্রজন আছেন তাঁদের সম্বন্ধে আমি বলি, “তাঁরা বিশিষ্ট ব্যক্তিসকল, আর আমি তাঁদের নিয়ে আমোদ করি।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)3 এ ধরণীতে যাঁরা পুণ্যাত্মা, তোমার ভক্ত মহান, তাঁদের সঙ্গ লাভেই আমার পরমানন্দ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)3 পৃথিবীতে যে পবিত্র ব্যক্তিগণ থাকেন, তাঁহারা আদরণীয়, আমার সমস্ত প্রীতির পাত্র। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল3 পৃথিবীতে তাঁর অনুচরদের জন্য প্রভু বিস্ময়কর কাজ করেন। প্রভু দেখিয়ে দেন যে প্রকৃতই তিনি ঐসব লোকেদের ভালোবাসেন। অধ্যায় দেখুন |