গীত 150:4 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)4 তবল ও নৃত্যযোগে তাঁহার প্রশংসা কর; তারযুক্ত যন্ত্রে ও বংশীতে তাঁহার প্রশংসা কর; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 তবল ও নৃত্যযোগে তাঁর প্রশংসা কর; তারযুক্ত যন্ত্র ও বাঁশীর আওয়াজে তাঁর প্রশংসা কর; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 খঞ্জনি ও নৃত্যের তালে তাঁর প্রশংসা করো, তারের যন্ত্রে ও সানাই বাজিয়ে তাঁর প্রশংসা করো, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 খঞ্জনী বাজিয়ে নৃত্যের তালে তাঁর প্রশস্তি কর, তারযন্ত্র ও বাঁশীর সুরে তাঁর প্রশস্তি কর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 তবল ও নৃত্যযোগে তাঁহার প্রশংসা কর; তারযুক্ত যন্ত্রে ও বংশীতে তাঁহার প্রশংসা কর; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 খঞ্জনি বাজিয়ে নাচ করতে করতে তাঁর প্রশংসা কর! তন্ত্রবাদ্যযন্ত্র ও বাঁশি বাজিয়ে তাঁর প্রশংসা কর! অধ্যায় দেখুন |