গীত 149:9 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)9 যেন তাহাদের বিরুদ্ধে লিখিত বিচার নিষপন্ন করে; ইহাই তাঁহার সমস্ত সাধুর মর্যাদা। তোমরা সদাপ্রভুর প্রশংসা কর। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস9 যেন তাদের বিরুদ্ধে লেখা বিচার নিষ্পন্ন করে; এ-ই হল তাঁর সমস্ত ভক্তের গৌরব। মাবুদের প্রশংসা হোক! অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ9 তাদের বিরুদ্ধে লিখিত বিচার নিষ্পন্ন করতে— এসব তাঁর সমস্ত বিশ্বস্ত ব্যক্তির গৌরব। সদাপ্রভুর প্রশংসা করো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)9 ঈশ্বরের বিধান অনুযায়ী বিচারের এই অধিকার, তাঁর ভক্তবৃন্দের পক্ষে পরম গৌরব। প্রভু পরমেশ্বরের প্রশংসা কর তোমরা! অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)9 যেন তাহাদের বিরুদ্ধে লিখিত বিচার নিষ্পন্ন করে; ইহাই তাঁহার সমস্ত সাধুর মর্য্যাদা। তোমরা সদাপ্রভুর প্রশংসা কর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল9 ঈশ্বরের নির্দেশ মতই ঈশ্বরের লোকরা ওদের শাস্তি দেবে। ঈশ্বরের সমস্ত অনুগামীরা, তাঁকে সম্মান জানাও। প্রভুর প্রশংসা কর! অধ্যায় দেখুন |