গীত 148:7 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)7 পৃথিবী হইতে সদাপ্রভুর প্রশংসা কর, হে প্রকাণ্ড জলচর সকল ও সমস্ত জলধি; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 দুনিয়া থেকে মাবুদের প্রশংসা কর, হে প্রকাণ্ড জলচরগুলো ও সমস্ত জলধি; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 পৃথিবী থেকে সদাপ্রভুর প্রশংসা হোক, হে বিশাল সব সামুদ্রিক জীব এবং অতল মহাসাগর, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 মর্ত্যলোকে ধ্বনিত হোক প্রভুর প্রশস্তি হে অতিকায় জলদানব ও অতল জলধি, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 পৃথিবী হইতে সদাপ্রভুর প্রশংসা কর, হে প্রকাণ্ড জলচর সকল ও সমস্ত জলধি; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 পৃথিবীর সব কিছুই প্রভুর প্রশংসা করে! মহাসাগরের বড় বড় সামুদ্রিক প্রাণীরা, প্রভুর প্রশংসা কর! অধ্যায় দেখুন |