গীত 147:7 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)7 তোমরা স্তবসহ সদাপ্রভুর উদ্দেশে গীত গাও, বীণাযন্ত্রে আমাদের ঈশ্বরের প্রশংসা গাও। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 তোমরা স্তবসহ মাবুদের উদ্দেশে গজল গাও, বীণাযন্ত্রে আমাদের আল্লাহ্র প্রশংসা গাও। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 স্তবসহ সদাপ্রভুর উদ্দেশে ধন্যবাদ করো; বীণার ঝঙ্কারে আমাদের ঈশ্বরের উদ্দেশে গান গাও। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 তোমরা গানে গানে প্রভুর চরণে কর কৃতজ্ঞতা নিবেদন, কর স্তব আমাদের আরাধ্য ঈশ্বরের বীণার ঝঙ্কারে অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 তোমরা স্তবসহ সদাপ্রভুর উদ্দেশে গীত গাও, বীণাযন্ত্রে আমাদের ঈশ্বরের প্রশংসা গাও। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 প্রভুকে ধন্যবাদ দাও। বীণা বাজিয়ে তাঁর প্রশংসা কর। অধ্যায় দেখুন |