Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 147:20 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

20 তিনি আর কোন জাতির পক্ষে এইরূপ করেন নাই, তাঁহার শাসনকলাপ তাহারা জানে নাই। তোমরা সদাপ্রভুর প্রশংসা কর।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

20 তিনি আর কোন জাতির জন্য এরকম করেন নি, তাঁর সমস্ত অনুশাসন তারা জানে নি। মাবুদের প্রশংসা হোক!

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

20 তিনি অন্য কোনও জাতির জন্য এসব করেননি; কারণ তাঁর বিধিনিয়ম তারা জানে না। সদাপ্রভুর প্রশংসা করো।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

20 অপর কোন জাতির জন্য এমন মহৎ কাজ তিনি করেননি কখনও, তাদের কাছে ব্যক্ত করেননি তাঁর অনুশাসন। প্রভু পরমেশ্বরের প্রশংসা কর তোমরা!

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

20 তিনি আর কোন জাতির পক্ষে এরূপ করেন নাই, তাঁহার শাসনকলাপ তাহারা জানে নাই। তোমরা সদাপ্রভুর প্রশংসা কর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

20 অন্য কোন জাতির জন্য ঈশ্বর এসব করেন নি। তাঁর বিধিগুলো ঈশ্বর অন্য লোকদের শেখান নি। প্রভুর প্রশংসা কর।

অধ্যায় দেখুন কপি




গীত 147:20
12 ক্রস রেফারেন্স  

কারণ তোমরা এক সময়ে অন্ধকার ছিলে, কিন্তু এখন প্রভুতে দীপ্তি হইয়াছ;


স্মরণ কর, তৎকালে তোমরা ছিলে খ্রীষ্ট বিহীন, ইস্রায়েলের প্রজাধিকারের বহিঃস্থ, এবং প্রতিজ্ঞাযুক্ত নিয়মগুলির অসমপর্কীয়; তোমাদের আশা ছিল না, আর তোমরা জগতের মধ্যে ঈশ্বরবিহীন ছিলে।


হে রাজন্‌ আগ্রিপ্প, আপনি কি ভাববাদিগণকে বিশ্বাস করেন? আমি জানি, আপনি বিশ্বাস করেন।


তিনি অতীত পুরুষপরমপরায় সমস্ত জাতিকে আপন আপন পথে গমন করিতে দিয়াছেন;


যেন তুমি তাহাদের চক্ষু খুলিয়া দেও, যেন তাহারা অন্ধকার হইতে জ্যোতির প্রতি, এবং শয়তানের কর্তৃত্ব হইতে ঈশ্বরের প্রতি ফিরিয়া আইসে, যেন আমাতে বিশ্বাস করণ দ্বারা পাপের মোচন ও পবিত্রীকৃত লোকদের মধ্যে অধিকার প্রাপ্ত হয়।’


দর্শনের অভাবে প্রজাগণ উচ্ছৃঙ্খল হয়; কিন্তু যে ব্যবস্থা মানে, সে ধন্য।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন