গীত 147:17 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)17 তিনি খণ্ড খণ্ড করিয়া আপন হিমানী পাঠান; তাঁহার শীতের সম্মুখে কে দাঁড়াইতে পারে? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস17 তিনি খণ্ড খণ্ড করে তাঁর শিলাবৃষ্টি পাঠান; তাঁর শীতের সম্মুখে কে দাঁড়াতে পারে? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ17 তিনি নুড়ি-পাথরের মতো শিলা নিক্ষিপ্ত করেন। তাঁর হাড় কাঁপানো শীত কে সহ্য করতে পারে? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 তিনি নিক্ষেপ করেন অজস্র বরফখণ্ড, কে সহ্য করতে পারে তাঁর হিমশীতলতা? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)17 তিনি খণ্ড খণ্ড করিয়া আপন হিমানী পাঠান; তাঁহার শীতের সম্মুখে কে দাঁড়াইতে পারে? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল17 ঈশ্বর আকাশ থেকে শিলাবৃষ্টি বর্ষণ করান। তাঁর পাঠানো ঠাণ্ডা কেউ সহ্য করতে পারে না। যে মেঘ তিনি পাঠান কোন লোকই তাকে দাঁড় করাতে পারে না। অধ্যায় দেখুন |