গীত 144:5 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)5 হে সদাপ্রভু, তোমার আকাশমণ্ডল নোয়াইয়া নামিয়া আইস; পর্বতগণকে স্পর্শ কর, তাহারা ধূমাইবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস5 হে মাবুদ, তোমার আসমান অবনত করে নেমে এসো; পর্বতমালাকে স্পর্শ কর, তারা ধূমায়িত হবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ5 তোমার আকাশমণ্ডল উন্মুক্ত করো, হে সদাপ্রভু, আর নেমে এসো; পর্বতশ্রেণীকে স্পর্শ করো আর তারা ধোঁয়া নির্গত করবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)5 হে প্রভু পরমেশ্বর, আকাশমণ্ডল আনত করে নেমে এস তুমি, স্পর্শ কর পর্বতশ্রেণীকে, তারা হবে ধূমায়মান। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)5 হে সদাপ্রভু, তোমার আকাশমণ্ডল নোয়াইয়া নামিয়া আইস; পর্ব্বতগণকে স্পর্শ কর, তাহারা ধূমাইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল5 প্রভু, আকাশ বিদীর্ণ করে নেমে আসুন। পর্বত স্পর্শ করুন, পর্বত থেকে ধোঁয়া বেরিয়ে আসবে। অধ্যায় দেখুন |