গীত 144:10 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)10 তুমিই রাজাদের ত্রাণদাতা, মারাত্মক খড়্গ হইতে আপন দাস দায়ূদের উদ্ধারকর্তা। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস10 তুমিই বাদশাহ্দের বিজয় প্রদান করে থাক, মারাত্মক তলোয়ার থেকে তোমার গোলাম দাউদকে রক্ষা করে থাক। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ10 তিনি রাজাদের বিজয় দেন এবং তাঁর দাস দাউদকে উদ্ধার করেন। মারাত্মক তরোয়াল থেকে অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)10 তুমিই নৃপতিদের ভূষিত কর বিজয়মাল্যে, তীক্ষ্ণধার তরবারি থেকে উদ্ধার করেছ তোমার দাস দাউদকে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)10 তুমিই রাজাদিগের ত্রাণদাতা, মারাত্মক খড়্গ হইতে আপন দাস দায়ূদের উদ্ধারকর্ত্তা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল10 রাজাদের তাঁদের যুদ্ধসমূহে জয়ী হতে প্রভু সাহায্য করেন। প্রভু তাঁর দাস দায়ূদকে শত্রুর তরবারি থেকে রক্ষা করেছেন। অধ্যায় দেখুন |