গীত 143:7 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)7 আমাকে উত্তর দানে সত্বর হও, সদাপ্রভু, আমার উৎসাহ শেষ হইয়াছে; আমা হইতে তোমার মুখ লুক্কায়িত করিও না, পাছে আমি গর্তগামীদের তুল্য হইয়া পড়ি। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 আমাকে শীঘ্র উত্তর দাও, হে মাবুদ, আমার উৎসাহ শেষ হয়েছে; আমার কাছ থেকে তোমার মুখ লুকিয়ে থাকা রেখো না, পাছে যারা গর্তে নেমে যাচ্ছে আমরা তাদের মত হয়ে পড়ি। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 হে সদাপ্রভু, আমাকে তাড়াতাড়ি উত্তর দাও; কারণ আমার আত্মা ক্ষীণ হচ্ছে। তোমার মুখ আমার কাছ থেকে লুকিয়ে রেখো না নতুবা আমি তাদের মতো হব যাদের মৃত্যু হয়েছে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 হে প্রভু পরমেশ্বর, উত্তর দাও আমায় করো না বিলম্ব, নিঃশেষিত উদ্যম আমার, আড়াল করো না তোমার শ্রীমুখ আমার কাছে, তাহলে আমার দশা হবে মৃতলোকবাসীদের মত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 আমাকে উত্তর দানে সত্বর হও, সদাপ্রভু, আমার উৎসাহ শেষ হইয়াছে; আমা হইতে তোমার মুখ লুক্কায়িত করিও না, পাছে আমি গর্ত্তগামীদের তুল্য হইয়া পড়ি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 শীঘ্রই আমাকে উত্তর দিন প্রভু। আমি সাহস হারিয়েছি। আমার থেকে বিমুখ হবেন না। কবরে শুয়ে থাকা মৃত লোকের মত আমাকে মৃত হতে দেবেন না। অধ্যায় দেখুন |