গীত 143:6 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)6 আমি তোমার উদ্দেশে অঞ্জলি প্রসারণ করিতেছি; [সেলা] শুষ্ক ভূমির ন্যায় আমার প্রাণ তোমার আকাঙ্ক্ষী। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস6 আমি তোমার উদ্দেশে অঞ্জলি প্রসারণ করছি, শুকনো ভূমির মত আমার প্রাণ তোমার আকাঙ্খী। [সেলা।] অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ6 আমি তোমার উদ্দেশে আমার হাত প্রসারিত করি; শুকনো জমির মতো আমার প্রাণ তোমার জন্য তৃষ্ণার্ত। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)6 আমি প্রসারণ করি অঞ্জলি আমার তোমার উদ্দেশে। ঊষর মরুর মত তৃষিত আমার প্রাণ তোমারই তরে। সেলা অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)6 আমি তোমার উদ্দেশে অঞ্জলি প্রসারণ করিতেছি; সেলা। শুষ্ক ভূমির ন্যায় আমার প্রাণ তোমার আকাঙ্ক্ষী। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল6 প্রভু, আমার দু হাত তুলে আপনার কাছে প্রার্থনা করি, যেমন করে শুকনো জমি বৃষ্টির প্রতীক্ষা করে তেমন করে আমি আপনার সাহায্যের প্রতীক্ষা করি। অধ্যায় দেখুন |