গীত 141:8 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)8 বাস্তবিক, হে প্রভু সদাপ্রভু, আমার চক্ষু তোমার দিকে আছে; আমি তোমারই শরণাগত, আমার প্রাণ ঢালিয়া ফেলিও না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস8 বাস্তবিক, হে সার্বভৌম মাবুদ, আমার চোখ তোমার দিকে নিবদ্ধ; আমি তোমারই মধ্যে আশ্রয় নিয়েছি, আমার প্রাণ বিনষ্ট করো না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ8 কিন্তু হে সার্বভৌম সদাপ্রভু, দেখো আমার দৃষ্টি সাহায্যের জন্য তোমার প্রতি স্থির রয়েছে; আমি তোমাতে শরণ নিয়েছি, আমাকে মৃত্যুর হাতে তুলে দিয়ো না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)8 কিন্তু হে সর্বশক্তিমান প্রভু পরমেশ্বর, তোমার দিকেই নিবদ্ধ আমার দৃষ্টি, তোমারই শরণাগত আমি, আমার জীবন করো না বিপন্ন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)8 বাস্তবিক, হে প্রভু সদাপ্রভু, আমার চক্ষু তোমার দিকে আছে; আমি তোমারই শরণাগত, আমার প্রাণ ঢালিয়া ফেলিও না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল8 হে আমার প্রভু, আমি সাহায্যের জন্য আপনার দিকে চেয়ে থাকি। আমি আপনাকে বিশ্বাস করি। আমাকে মরে যেতে দেবেন না। অধ্যায় দেখুন |