গীত 140:12 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)12 আমি জানি, সদাপ্রভু দুঃখীর বিবাদ, ও দরিদ্রবর্গের বিচার নিষ্পন্ন করিবেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস12 আমি জানি, মাবুদ দুঃখীর ঝগড়া, ও দরিদ্রবর্গের বিচার নিষ্পন্ন করবেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ12 আমি জানি, সদাপ্রভু দরিদ্রদের পক্ষ অবশ্যই নেন আর অভাবীদের প্রতি ন্যায়বিচার করেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)12 আমি জানি, প্রভু পরমেশ্বর দীনহীনের অভিযোগ নিষ্পত্তি করেন, দরিদ্রের পক্ষে করেন ন্যায়বিচার। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)12 আমি জানি, সদাপ্রভু দুঃখীর বিবাদ, ও দরিদ্রবর্গের বিচার নিষ্পন্ন করিবেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল12 আমি জানি প্রভু ন্যায়সঙ্গভাবে দরিদ্রদের বিচার করেন। ঈশ্বর সহায়হীনকে সাহায্য করেন। অধ্যায় দেখুন |