গীত 139:19 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)19 হে ঈশ্বর, তুমি নিশ্চয়ই দুষ্টকে বধ করিবে; হে রক্তপাতীরা, আমার নিকট হইতে দূর হও। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস19 হে আল্লাহ্, তুমি নিশ্চয়ই দুষ্টকে হত্যা করবে; হে রক্তপাতীরা, আমার কাছ থেকে দূর হও— অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ19 হে ঈশ্বর, যদি তুমি দুষ্টদের ধ্বংস করতে! আমার কাছ থেকে দূর হও, তোমরা যারা রক্তপিপাসু! অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)19 হে ঈশ্বর, দুর্জনদের যদি তুমি বিনাশ করতে, তাহলে আমি নিষ্কৃতি পেতাম ঐ রক্তলোলুপদের হাত থেকে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)19 হে ঈশ্বর, তুমি নিশ্চয়ই দুষ্টকে বধ করিবে; হে রক্তপাতীরা, আমার নিকট হইতে দূর হও। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল19 ঈশ্বর, দুষ্ট লোকদের শেষ করে দিন। ওই ঘাতকদের আমার থেকে দূরে সরিয়ে নিন। অধ্যায় দেখুন |