Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 139:15 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

15 আমার দেহ তোমা হইতে লুক্কায়িত ছিল না, যখন আমি গোপনে নির্মিত হইতেছিলাম, পৃথিবীর অধঃস্থানে শিল্পিত হইতেছিলাম।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

15 আমার দেহ তোমার কাছ থেকে লুকিয়ে ছিল না, যখন আমি গোপনে নির্মিত হচ্ছিলাম, দুনিয়ার অধঃস্থানে শিল্পীত হচ্ছিলাম।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

15 আমার পরিকাঠামো তোমার কাছে লুকানো ছিল না, যখন আমি গোপন স্থানে নির্মিত হয়েছিলাম, যখন পৃথিবীর অধঃস্থানে আমাকে একসাথে বোনা হয়েছিল।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

15 যখন আমি সংগোপনে গঠিত হচ্ছিলাম, মাতার গর্ভে নির্মিত হচ্ছিলাম সুকৌশলে, তখনও আমার গঠন তোমার ছিল না অগোচর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

15 আমার দেহ তোমা হইতে লুক্কায়িত ছিল না, যখন আমি গোপনে নির্ম্মিত হইতেছিলাম, পৃথিবীর অধঃস্থানে শিল্পিত হইতেছিলাম।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

15 আপনি আমার সম্পর্কে সব কিছু জানেন। মায়ের দেহে লুকিয়ে যখন আমার শরীর বড় হচ্ছিলো তখন আপনি আমার অস্থি মজ্জাকে পর্যন্ত লক্ষ্য করেছিলেন।

অধ্যায় দেখুন কপি




গীত 139:15
7 ক্রস রেফারেন্স  

বায়ুর গতি ও গর্ভবতীর উদরস্থ অস্থির বৃদ্ধি যেমন তুমি জান না, তেমনি সর্বসাধক ঈশ্বরের কার্যও তুমি জান না।


বস্তুতঃ তুমিই আমার মর্ম রচনা করিয়াছ; তুমি মাতৃগর্ভে আমাকে বুনিয়াছিলে।


কিন্তু উহারা বিনাশার্থে আমার প্রাণের অন্বেষণ করে, তাহারা পৃথিবীর অধঃস্থানে যাইবে।


ভাল, তিনি ‘উঠিলেন’, ইহার তাৎপর্য কি? না এই যে, তিনি পৃথিবীর নিচতর স্থানে নামিয়াছিলেন।


তাহাতে সিংহাসনে উপবিষ্ট ফরৌণের প্রথমজাত অবধি যাঁতা পেষণকারিণী দাসীর প্রথমজাত পর্যন্ত মিসর দেশস্থিত সকলের প্রথমজাত মরিবে, এবং পশুদেরও সকল প্রথমজাত মরিবে।


উদরের মধ্যে তোমাকে গঠন করিবার পূর্বে আমি তোমাকে জ্ঞাত ছিলাম, তুমি গর্ভ হইতে বাহির হইয়া আসিবার পূর্বে তোমাকে পবিত্র করিয়াছিলাম; আমি তোমাকে জাতিগণের কাছে ভাববাদী করিয়া নিযুক্ত করিয়াছি।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন