গীত 139:13 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)13 বস্তুতঃ তুমিই আমার মর্ম রচনা করিয়াছ; তুমি মাতৃগর্ভে আমাকে বুনিয়াছিলে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 বস্তুত তুমিই আমার সকল কিছু সৃষ্টি করেছ; তুমি মাতৃগর্ভে আমাকে বুনেছিলে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 কারণ তুমি আমার অন্তরের সত্তা নির্মাণ করেছ; এবং মাতৃগর্ভে তুমি আমার দেহকে বুনেছ, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 তুমিই রচনা করেছ আমার এই দেহ-মন, মাতৃ জঠরে গঠন করেছ আমায়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 বস্তুতঃ তুমিই আমার মর্ম্ম রচনা করিয়াছ; তুমি মাতৃগর্ভে আমাকে বুনিয়াছিলে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 প্রভু আপনি আমার সারা দেহ সৃষ্টি করেছেন। যখন আমি মাতৃদেহে ছিলাম তখনও আপনি আমার সম্পর্কে সব জানতেন। অধ্যায় দেখুন |